জান্নাতী খুসবু নিয়ে ধারায় আসিল
প্রিয় মাস রামাদান,
মুমিনের প্রাণ হয় খোাদায় মশগুল
পাখিরা গায় জান্নাতী গান।


চারিদিকে রব উঠে খোদার প্রেমের
আমি পাপী করি আশা সঞ্চার,
ক্ষমা করে দাও ওগো দয়াময় রহমান
তুমি ছাড়া নাই কেহ আর।


অস্থির প্রাণে দাও একটু শান্তির পরশ
তোমার সালাম নামে,
তোমার কাছে নত করি মোর শির
নয় অন্য কোন ধামে।


আমাকে দাও শক্তি চলতে তোমার পথে
গাইতে তোমার গুণগান,
শামিল কর আমায় সেই প্রিয় কাফেলায়
যেতা রয় সব পুণ্যবান।


আমার পাপ নিয়ে হাজির তোমার দ্বারে
ফিরিয়ে দিওনা তুমি,
যত মন্দ কাজ করেছি আমি জেনেশুনে
মুছে দাও ওগো অন্তর্যামী।


২৭.০৫.২০১৭