বোরো ধান সব তলিয়ে গেল
চৈএ মাসের বন্যায়,
সারা বছর খাব কি এবার
ছিলটা কি অন্যায়।


ঋনের টাকা কে শুধিবে
কে যোগাবে ভাত,
আমরা কেন ভুক্তভোগী
জনম জনম সাত।


জ্যৈষ্ঠমাসে কথা ছিল
দেব মেয়ের বিয়ে,
ফসল তুলে শোধব খরচ
শোধব কিছু ঋন নিয়ে।


স্কুলগামী ছেলেটির আমার
মেতে ছিল ব্যাগের আবদারে,
বলেছিলাম কিনে দেব
ফসল তোলার ঠিক পরে ।


গিন্নীকে একখান নতুন শাড়ী
দেইনি কতকাল,
এবার ও আর হবেনা দেয়া
শূন্য মোদের কপাল ।


স্বপ্নগুলো সব ভেসে গেল
বানের পানির সাথে,
শুকনো সবার মুখখানি আজ
কি উঠবে পাতে।


কর্তারা সব বাধের টাকা
লুঠেপুটে খায় মিলে,
একটু খানি বৃষ্টি হলে
নামের বাধটা নেয় চিলে।


তার পরেও আল্লাহ মালিক
তুমি খোদা আশা,
রিযিক তুমি দিবে জানি
দিবে ভালবাসা ।