শত দল- উপদলে বিভক্ত এক জাতি
কেউ শিয়া, কেউ সুন্নী, কেউ সালাফি,
কেউ বা কাদেরিয়া, কেউ নকসাবন্দী
কেউ বা ধর্মের নামে করে বসে ফন্দি,
কেউ সাজে ধর্ম রক্ষক, কেউ ধর্মের মহাজন
আমি জিজ্ঞাসি তবে মুসলিম কোন জন?


কেউ আহলে হাদিস, কেউ পীর বাবা
কেউ ভক্ত আট রশির, কেউ সাহেব থাবা
কেউ বলে বদনা বাবা শক্ত মুর্শিদ,
কেউ বা মনগড়া ব্যাখা করে হাদিস।
সবাই বলে আমি ছাড়া আর সব ভুল,
চল তবে মোর তরিকায়, দিয়ে প্রান মন
আমি জিজ্ঞাসি তবে মুসলিম কোন জন?


কেউ বলে ওরা ওয়াহাবি, আমরা খেলাফত
ওরা ভুলপথে, আমারটা সহি পথ।
কেউ বা আবার ভন্ড রাজারবাগ,
কেউ দেওয়ানবাগী, কেউ চরমোনাই।
কেউ বলে হাত বাধ বুকে, সালাতের তরে
কেউ বলে নাভীর নীচে, আমিন বল জোরে।
কেউ ধর্মের নামে মাজারে করে বনভোজন
আমি জিজ্ঞাসি তবে মুসলিম কোন জন?


কেউবা ওমুক জামাত, কেউ খায় লিল্লা
কেউ বেচে তাবিজ কবচ, কেউ বড় মোল্লা।
কেউ বা ধর্মের কবিরাজ, কেউ রসগোল্লা
কেউ পড়ে মিলাদ, কেউ বলে বিদআত,
কেউ বা দান খেয়ে, মুরিদদের পার করে পুলসিরাত।
আমি বলি ওরে দলবাজ,
জানিস নাকি তুই কি আছে রোজ কেয়ামতে তোর ভাগে?
শত দল বাদ দিয়ে তুই মুসলিম হ আগে।