তোমার মৃদু আস্কারায়, বাড়ে আমার দুষ্টুমি,
তোমার মৃদু আদরে, বাড়ে আমার আলসেমি।
তোমার মৃদু শাসনে, বাড়ে আমার ন্যাকামি,
তোমার মৃদু বাধনে, বাড়ে মায়ার আঁটুনি।


তোমার মৃদু দুষ্টুমিতে,বাড়ে আমার ব্লাড প্রেসার,
তোমার মৃদু কান্নাভাবে, হৃদয়খানি হয় অসাড়।
তোমার মৃদু অভিনয়ে, দর্শক দুটি চোখ আমার,
তোমার হাতের মৃদু ছোয়ায়, কষ্টগুলো পগারপার।


তোমার মৃদু চোখের চাহনি, চোখের ভাষার খুলে দ্বার,
তোমার মৃদু নুপুর ছন্দে, উচলে উঠে মন পাহাড়।
তোমার মৃদু চালন চলন, শান্ত প্রাণে দোল তুলে,
তোমার মৃদু চোখ রাঙানি, মনের কোনে যায় খেলে।