ঘর নাই পরিবার নাই পরিজন নাই
মায়া-হীন মমতা-বিহীন
আদর নাই ভালবাসা নাই
শাসন নাই অনুশাসন নাই
শুধুই বর্বরতা আর নৃশংসতা  ।


বোধ নাই স্বত্বা নাই
বোল নাই বাক্য নাই
ব্যাখ্যা নাই অনুরাগ নাই  আকুল নাই
ব্যাকুল নাই ব্যাকুলতা নাই
বুক নাই বুকের ভিতরের  অংশ নাই
শুভ্রতা নাই আলোর ছটা নাই
কোমলতা নাই কোমল-মতি নাই
সবুজ নাই শস্য নাই
আছে শুধু ভাগাড়।


বন নাই জংগল নাই
আছে শুধু আগাছা আর উজাড় হয়ে যাওয়া
অমলিন নাই আছে শুধু বিলীনতা
শ্যাম নাই সুন্দর নাই
আছে  হাহাকার আছে হাহুতাশ
যুগ নাই যুগান্তর নাই আছে
মধ্যযুগীয় নির্মমতা,
তবুও নাই নাই নাই ।


ছোট নিষ্পাপ তুষারের নিছক মরদেহ
আমাকে কষ্ট দেয় নাই আমার চোখ ভিজায় নাই
আমার দীর্ঘশ্বাস ছড়ায় নাই!
কিযে অসহনীয় যন্ত্রণা এই নাই এর মাঝে ,
ছোট নিষ্পাপ তোমার কাছে ক্ষমা চেয়েও এই যন্ত্রণাটুকুর মরণ নাই ।


( রানীশংকৈল থানার মনিশগাও এ ছোট নিষ্পাপ শিশু তুষারের জন্যে উৎসর্গীকৃত , সামাজিক প্রাণী হয়েও কিছু অসামাজিক কীট তাকে গলা চিপে হত্যা করেছে )