উত্তাল  ঢেউ বুকে
আছড়ে পড়বেই
সব থেকেও মনে হয়
কি যেন নেই !


সবুজ হৃদয়ের
গাঢ় বিশুদ্ধ নিশ্বাস
গভীর বোধের সাথে
যার বসবাস,


হারালেই বুঝি তা
কত শত দামী,
বুকের বিন্দু চোখের
জলে এসে নামি।


নিরুত্তাপে ভেতরে ঝরে
হৃদয়ের ঘর্ম
সময়ের ফোঁড়ে বুঝিনি
প্রণয়ের মর্ম।


শূন্যতার এতই
অদৃশ্য ক্ষমতা
তীব্র যন্ত্রণা খুঁজে
সেই মমতা,


উত্তাল  ঢেউ বুকে
আছড়ে পড়বেই
সব থেকেও মনে হয়
কি যেন নেই ।