বলছি আমি নতুন এক গল্প
প্রকৃতির টুকু বাঁশির টুকু সবটাই মনে হয় অল্প,
অসামান্যের জন্য বড়ই সামান্য বাণী
এক বাক্যে মানছি তুমি শীষ রানী ।

যদি পারতাম ধরতে ইস
পাখি তুই তবে আমায় মুঠো ভরে দিস,
ঠোঁটেতে তালে তালে তুলিস
জাদু আবেশের সেই  শীষ ।

পাখি তোর ভক্ত ভীষণ শক্ত আমি
জানি তা জানি  সুরশুধা দিয়েছেন অন্তর্যামী,
অন্তরেতে তিনি সদা করেন গমন
অন্তরেতে করেন দান সুর সাধন ।

ওষ্ঠে অধরে বায়বীয় বাদ্য
যেন অধরোষ্টে ফোটা পদ্য
অধরেই তা সমৃদ্ধ
শুনলেই  স্নিগ্ধ সজীব সদ্য ।

সংগীত মদিরাতে মত্ত ক্রীড়া
সন্মোহিত করে শীষ প্রিয়া ,
আবেশে উচ্ছ্বলিত আমার নিত্য খেয়া
আহা উদ্বেলিত পরান জাগায় হিয়া ।

(দেশের সবচেয়ে শক্তিশালী জাদুস্পর্শী শীষ সন্মোহন করান যিনি সেই খ্যাতনামা সঙ্গীতজ্ঞ কে উৎসর্গীকৃত  )