‘Base for all station of East Pakistan Police. Keep listening, watch. We are already attacked by Pak Army. Try to save yourself. Over….


রাত্রি তখন প্রথম প্রহর
ডাক দিল এক কনস্টেবল
পাক হানাদার দিচ্ছে হানা
প্রতিরোধ গড়ো পুলিশ  দল।


পাগলা ঘণ্টা উঠলো বেজে
পুলিশ ব্যারাক রাজারবাগে
মুক্তিপাগল আম-জনতাও
ওড়ালো লাল-সবুজ পাল।


রুখে দিল পাক সেনাদের
অপারেশন সার্চ  লাইট
সে রাত ছিল একাত্তরের
ভয়াল কাল পঁচিশ মার্চ।


পুলিশের সাথে মিলল লাখো
মুক্তিসেনা সব বয়সের
ন মাস যুদ্ধে লাখ তিরিশেক
প্রাণ দিল এই বাংলাদেশের।


কনস্টেবল আবদুস সালাম
মহিউদ্দিন জাহাঙ্গীর
জীবন দিয়ে করল প্রমাণ
তারাই সত্যিকারের বীর।


রুখে দিল পাক সেনাদের
অপারেশন  সার্চ লাইট
সে রাত ছিল একাত্তরের
ভয়াল কাল পঁচিশ মার্চ।


ট্রেসার বুলেট হানছে আঘাত
আমার সোনার ছেলের বুকে
ফ্লেয়ার ম্যাগনেশিয়াম আলো
নীল আকাশটা দিচ্ছে ঢেকে।


থ্রি নট থ্রির লড়াই চলে
ট্যাংক কামানের গোলার সাথে
মারছে ওরা স্বাধীনচেতা
বাঙালিরাই বা কম কিসে।

রুখে দিল পাক সেনাদের
অপারেশন  সার্চ লাইট
সে রাত ছিল একাত্তরের
ভয়াল কাল পঁচিশ মার্চ।


(১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের প্রথম সশস্ত্র প্রতিরোধের সেই সব বীরদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়েই আমাদের আজকের বাংলাদেশ )