জল জোছনায়
সাগর নদীর মোহনা
রাত দুপুরে বুকে
কিসের যেন বাসনা,


আরেকটা চাঁদ আরেকটা আকাশ  
এই অনুপ্রেবেশে
মন উড়ে যায়
অচেনা কোন দুরদেশে,


নদীতে সাগরে নিবিড়
মোহনায় মিলেছে গভীর,
নদী সাগরের মিলন সন্ধি
মন হারায় কোথায় যেন হয় বন্দী |


যেন বলতে চায়
সাগরের বুকের উত্তাল ঢেউ,  
আছড়ে পরে তীরে
আমায় খুঁজছে কেউ ডাকছে আপন নীড়ে |