হিজল গাছে পাকা
কাক থাকে  একা
নিচে একি সর্বনাশ  
  সাপ করে বাস ।

কাক ডিম পেড়ে
যত্ন করে রাখে
যায় সে উড়ে
খাবারের খোঁজে দূরে,

রেখেছে  ডিম কাকে
সাপ এই ফাঁকে
গাছ বেঁয়ে উঠে
সব ডিম গিলে ,

কাক ফিরে এসে
দেখে আশে পাশে
ডিম দুটি নাই
খোঁজে ধুর ছাই ,

এরপরে চুপ করে
আবার ডিম পাড়ে
লুকিয়ে থাকে পিছে
দেখে সাপ নিচে

আসছে ধেয়ে বেয়ে
কাকের বাসায়  এলো
ডিমগুলো গিলে খেয়ে
ধীরে নেমে গেল ,

কাকা বলে থামো
নিচে তুমি নামো
কেন ডিম ভক্ষ্যে
নেই তোমার রক্ষে ,

সাপ বড়াই করে
খেয়েছি তো কি’তা
বকছ তুমি বৃথা
কর যা পারো
সাধ্যি আছে কারো?

কাক কান্নায় চেপে
রাগে আর ক্ষেপে

বন্ধু শিয়াল আসে
দাঁড়াল কাকের পাশে
শুনে বন্ধু কেঁদো-না
ভুলিয়ে দেব বেদনা,

কর আমার কথামত
পুকুরের ধারে যাও
দেখবে প্রতিশোধ যত
রানীর হার নাও ,

ঐযে সেই পুকুরে
রানী আসে দুপুরে
গোছলে যাবার আগে
হারখানি খুলে রাখে ,

কাক গেল সেথায়
হার ঠোকরে উঠায়
যায় ছুটে উড়ে
পাইক পেয়াদারা দৌঁড়ে।

উড়ে উড়ে কাকে
সাপের গর্তে রাখে
হারখানি পিছে
উড়ে যায় গাছে  ।

পাইক পেয়াদারা সবাই
গর্তের কাছে যায়
সেখানে হারখানি পায়
লাঠির আঘাতে সাপের
প্রিয়প্রাণ হারায়!

সাপের চালাকির খবর
অহংকারের কবর!