১)


নিশি আমায় জাগায়
অন্ধকারের গভীর ধাঁধাঁয়,
গাছের উপর রাতের ছায়ায়
নদীর বুকের স্রোতধারায় ,


নিশি আমায় ভাবায়
কালো মেঘের ভেলায়
উদাসী মন হারায়
রাতের আকাশের লালিমায় ,


অনিদ্র দহনের সাজায়
নিশি আমায় বাঁচায় ,
প্রশান্তির নিদ চোখের কোনায়
নির্জনে নৈশব্দের বীজ বোনায় ,


নিস্তব্ধ মৌনতার ভাষায়
নিশির সাথে কথার আশায়
প্রেমময় পরানে  উদ্বেল নাড়া
জাগে একসাথে আমার নিশি তারা ।


২)


রাতজাগা পাখি দিশেহারা
পাবার সুখে মাতোয়ারা ,
নিশীথে নিভৃত সুখ তারা
অতি আপন নিশিতারা ।


অন্ধকারের গহীন থেকে
এক বিন্দু আলোর ফল্গুধারা
জোছনার প্লাবনে বাঁধ
ভেংগেছে রূপার ফোয়ারা ,


আকাশ অরণ্য আমার জন্য
সব টুকু জুড়ে অবাক উদয়  
মোহ মায়া আচ্ছন্ন তোমার জন্য
জমিয়ে রেখেছি সবুজ হৃদয় ।


তোমার জন্য অস্ত তোমার জন্য বিলীন
তোমার জন্য শূন্য হস্ত ভালবাসাবিহীন ,
অমলিন তুমি আপন নিশিতারা,
সাক্ষী ঐ সুদূরের ধ্রুবতারা ।