এক দণ্ড কথা 
শেষ না হলে,
বসবেনা মন বলে ,
বেদনা ব্যথা হাহাকারে,
মন বসেনা এই অন্ধকারে,
অপেক্ষা  সেকি!
তোমার জন্য তাকিয়ে থাকি ।

কথা হল না
দেখা হল না
চলে গেলে
শুধু মনের মধ্যে
ধরে নিয়ে গেলে আমায় ।

অপেক্ষায় থাকে  অপেক্ষা,
অপেক্ষার পালা শেষ হলেই
শুরু হবে যাত্রা
সাথে দীর্ঘ রাত সাগর নদী মহাসাগর 
আর না পাবার তীব্র আর্তনাদ
যার নেই কোন  মাত্রা ।

আমাকে সাথে নিলে , উফ!
উড়ছে আকাশের উপর আকাশে
উড়ছে হিমালয়ের পাশে 
উড়ছে সাইবেরিয়ার হিমশীতল বরফে
মনে মগজে আছি আমি সরবে ,

কথা হল না
দেখা হলনা
চলে গেলে ,
একা ফেলে ।

শুধু মনের মধ্যে ভরে নিয়ে গেলে 
মনে করে  নিয়ে নিলে
মনেতে ঘর বানায়া দিলে  ।

একই আকাশে রইল-না সে 
আকাশটা কেন এত ম্লান, 
একই শহরে  জানালার পাশে 
পাব না  বাতাসে ,
তোমার চুলের ঘ্রাণ ।

মনে হচ্ছে
সব উড়ছে ,
এই অগ্রহায়ণে 
আকাশে ধরেছে বিষম কালো
ঢেকে যাচ্ছে,
আস্তে আস্তে সবটুকু আলো ।

আহা! একি, একই আকাশে
আর মাত্র পঁয়তাল্লিশ মিনিট,
উত্তেজনায় উৎকণ্ঠায়
বাড়ছে যেন হার্ট-বিট ।

তোমার শূন্যতা
ছুঁয়েছে সবটুকু মৌনতা,
অল্প কিছুক্ষণ বাদেই তুফান
এই মাটি ঘষে
ছেড়ে যাবে উড়োযান ।