মাতৃভাষা যেন লোহার খাঁচায়
  তোতাপাখি নাচায় আর
   সংস্কৃতি বাচাঁয়,
ভর করেছে  প্রেত-আত্মা
নিজ সত্ত্বা নেই পাত্তা চাল চুলোহীন কর্তা ।

রক্ত দিয়ে  ভাষার তরে
ছিনিয়ে  বাংলা এলো ঘরে ,
তবুও মর্ম বুঝিনা একচুল
নিজ ছেড়ে পর নিয়ে মর্মমূলেই  ভুল ।

তোতা পাখি যা বলি
বলও দেখি
এই যে খাঁচা খুলি ,
আর নয় শেখানো আওড়ানো বুলি ।

বাংলায় পড়ো আর
মুক্ত হয়ে উড়ো ।
তোতা ও তোতা
কেন এত ভোতা,

বাংলায় বল মিষ্টি কথা
বাংলাতেই সুখ দুঃখ বেদনা ব্যথা ,
বাংলাতেই বুক ফুলিয়ে  গর্ব
বাংলাতেই অপসংস্কৃতির খর্ব ।

বাংলাতেই বাঁধো বুক
বাংলায় গড়ো মজবুত বাসা,
বাংলাতেই বেঁচে থাকে সুখ
বাংলাতেই আশার আশা ।



২)
মাতৃভাষায় মহাশক্তি

ভাষায়  মিলেছে মুক্তি
প্রাণের দামে অর্জিত আদ্যশক্তি,
অপসংস্কৃতির এমন আসক্তি
কেড়ে নিচ্ছে আমাদের ঐতিহ্য
অনুশাসন শিষ্টাচার ভক্তি।

বাংলা  যোগ ইংলিশ
নীতি-হীন মেলামেশা
জগাখিচুড়ী বাংলিশ
প্রজন্ম কোণঠাসা ।

বন্দী হয় সংস্কৃতি ভিন্ন
শিকড় থেকে ছিন্ন,
নিজকে করে হরণ
আরোপিত জীবন মরণ ।

শেখান বোল প্রশ্নবিদ্ধ
অপূর্নাংগে হয় না স্বতসিদ্ধ,
অবচেতনে ফুটে ভয়ংকর নেশা,
ছোবল দিচ্ছে সদা সর্বনাশা ।

যেন মহাশক্তি আশ্চর্য
অল্পতেই  বিরাট কার্য,
নিজ ভাষার শক্ত ভিত্তি
সংস্কৃতির মূল শক্তি ।

আছেন যত পণ্ডিত বিজ্ঞ
নিজ ভাষায় আগে যোগ্য,
মাতৃভাষায় মাতৃ-বাক্য
মর্মমূলের হয় আরোগ্য ।