সেদিনের সূর্যটা আলো নিয়ে নয়
উঠেছিল যেন শুধু রক্ত মেখে
অবাক চোখ মেলে বিশ্ববাসী
বীভৎস করুণ এক দৃশ্য দ্যাখে।


ঘাতকের বুলেটে ঝাঁঝরা হলো
জাতির পিতার বুকের জমিন
শান্তির লাখো পাখি উড়ে গেল
১৫ আগস্টের কালো সেই দিন।
কাঁদো বাঙালি আজ কাঁদো সবাই
কান্নাতে পাবে পৃথিবীর সব সুখ
কোটি মানুষের প্রাণ–স্পন্দনে
পিতা, তুমিই বাংলার মুখ।



নিথর দেহগুলো রইল পড়ে
বত্রিশ নম্বরে এ ঘর ও ঘরে
প্রিয় পত্মী শিশুসন্তান রাসেল
চোখ বুঁজলো তাঁরা চিরতরে।
কাঁদো বাঙালি আজ কাঁদো সবাই
কান্নাতে পাবে পৃথিবীর সব সুখ
কোটি মানুষের প্রাণ–স্পন্দনে
পিতা, তুমিই বাংলার মুখ।



তুমি ছিলে কুলি মুটে মজুরের
কামার কুমার জেলে তাঁতি ধোপার
তুমি ছিলে স্বপ্নের ফেরিওয়ালা
আঁধার কেটে আলো–পথ দেখাবার।
কাঁদো বাঙালি আজ কাঁদো সবাই
কান্নাতে পাবে পৃথিবীর সব সুখ
কোটি মানুষের প্রাণ–স্পন্দনে
পিতা, তুমিই বাংলার মুখ।