যেতে হবে একদিন
এই পৃথিবীর মায়া ত্যাগ করে
আদি অনন্তকাল ধরে চলছে এই নিয়ম সত্যের সমাধানের
হয়তো আগে হয়তো বা পরে।
কেউ কাঁদবে কেউ হাসবে
মনে মনে ভাবতে ভাবতে ভুলে যাবে
ছিলাম আছি নেই।
সেই প্রশ্নের উওর আর হয়তো কেউ দিবে না,
এ কোন শোক নয়, বাস্তবিক।


কিসের লোভ কিসের হুঙ্কর আজ?
হিংসার আগুনে পুড়ে পুড়ে নিমজ্জিত হচ্ছে এই পৃথিবী
কেন কেন?
এই প্রশ্নের উওর কে দিবে
বিবেকহীন হয়ে ধ্বংস করছে
জাতির বিবেক
সবকিছু আজ মিথ্যের ভারে পথভ্রষ্ট হচ্ছে সময়ে অসময়ে
কেন কেন নিশ্চুপ কেন? জবাব নেই কেন?
মানুষ নামের সৃষ্টি সেরা জীবগুলো আজ কেন এতো অসহায়
কিসের হত্যাযজ্ঞ!
নিয়ম অনিয়মের ধারায় হচ্ছে বিদ্ধ একে একে পেরেকের মত
রক্তের হোলিতে আজ রক্তাক্ত হচ্ছে জাতি
মায়ের অশ্রু ভিজে ভিজে হচ্ছে একাকার,
চোখের জলে প্রজন্ম ভূমিষ্ঠ হচ্ছে দুহাতে শান্তির প্রার্থনায়
হাহাকার হাহাকার হারানোর ভয়ে চুপসে যাচ্ছে নুষের মনুষ্যত্ব
এ কোন অভিশাপ
অগ্নির অগ্নিদাহে ছাই হচ্ছে জলজ্যান্ত মানুষগুলো
কি অপরাধ?
একের পর এক মৃত্যুকূপে হারিয়ে যাচ্ছে জলধারার মত
কিসের স্বার্থে চলে এই জগৎ সংসার
আর কত রক্তে রঞ্জিত হলে হবে সভ্য আমাদের পৃথিবী।
ওরাও যে মানুষ, মানুষ হয়ে অমানুষিকতা
ভাবলে শিউরে উঠে কেঁপে উঠে মন চারদিক শুধু আতঙ্ক আতঙ্ক
মিথ্যেকে বরণ করে পথচলা এ কেমন মৃত্যু।
মিথ্যের সাথে আলিঙ্গন
ওদের কিসের ক্ষমতা
ওরা কি সত্যিই মানুষ?
কেন মানবো এই আলিঙ্গন
হায় বিবেক, হায় বিবেক
কোথায় আজ জাতির বিবেক
কোথায়?
শান্তির প্রার্থনায় জেগে উঠো
জাগ্রত হও জাতি
সত্যের লড়াই হবে...।