আমি সুন্দর দ্বারা বিদ্ধ,সুন্দর দ্বারা লুন্ঠিত
সুন্দর ভেঙে পড়েছে আমার মাথার উপর
বুকের উপর,সমস্ত শরীরের উপর।
সুন্দর খেয়েছে আমার ঠোট
সুন্দর ছিঁড়েছে আমার চুল
মাঝ রাতে ঘুম থেকে জাগিয়ে
সুন্দর করেছে আমায় হরন।


সুন্দরের নেশায় চুর হয়ে আছি আমি
আমার গলা দিয়ে পানীয়ের মত নেমে গেছে সুন্দর
চোখের কোটরে কুট কুট করে কাটছে কেবল সুন্দর,
আমার প্রতিটি কোষে সুন্দর বসিয়ে দিয়েছে
তার চকচকে  দাঁত।


ভূ-কম্পনের চেয়েও আমি এখন আতঙ্কিত সুন্দরের ভয়ে
ঝড়ের মত ধেয়ে এসে-অতর্কিতে সে আমায় নিয়ে যায় পাতালে
তারপর এক ঝটকায় ছুড়ে দেয় আকাশে,
আমার সাথে সুন্দর এক্কা দুক্কা,ঠুলি মালা খেলে
আমাকে আঘাত করে,আমাকে ভাঙে।


আমি সুন্দর দ্বারা বিদ্ধস্ত,
আমি সুন্দর দ্বারা দারুণ ভাবে আহত!


(কাব্য গ্রন্থঃকারাবন্দী আর্তনাদ)