বোধের সাগরে
মৌনতার বিবরে
বাধা পড়ে আছি
আমৃত্যু তুমিহীন।


চারদিক থেকে
শূণ্যতা এসে
সুরে ভরে গেল
হৃদয়ের ব্যথা বীণ।


দূর পাহাড়ের
পাদদেশ ঘেষে
ধীরে ছুটে এল
লুকনো অশ্রু ঋণ।


মৃত্যু দিন হতে
আছি আজও বসে
জানি তবু তাকে
পাবনা তো কোনদিন।