কবি দেবাশিস সেন চলে গেলেন।আসরে প্রায় দেড় বছর তিনি ছিলেন।এ সময়ের মাঝে তিনশোর বেশি কবিতা দিয়ে তিনি আসরকে সমৃদ্ধ করেছেন।তিনি আর আসবেন না এই আসরে।তাই বলে আসর কি তাকে ভুলে যাবে?হয়তো যাবে হয়তো কেউ মনে রাখবে গোপনে।কিন্তু কতদিন?আমরাতো এ যুগে সব শোকই ভুলে যেতে শিখেছি।আর আসরেও আমরা স্থায়ী কেউ নই।তাই দেবাশিস সেনের প্রতি ভালবাসার প্রকাশ থেকে আমি একটি কথা বলতে চাই।


আমি ব্যক্তিগত ভাবে চাই,দেবাশিস সেন সহ যে সব কবিদের এভাবে চলে যাওয়া সম্পর্কে আমরা নিশ্চিত হব,যারা দীর্ঘদিন আসরে ছিলেন, তাদের নিয়ে হারিয়ে যাওয়া কবি বা অন্য নামে একটি পাতা খোলা হোক।যে পাতাটি যে কেউ চাইলেই পড়তে পারবে,হারিয়ে যাওয়া কবিদের লেখা পড়ে তাকে অনুভব করতে পারবে,ভালবাসতে পারবে।এতে কিছুটা হলেও দেবাশিস সেনরা শান্তি পাবেন বলে আমার মনে হয়।


এ ব্যাপারে আপনাদের মন্তব্য আশা করছি।


আশা করি এডমিন বিষয়টি ভেবে দেখবেন।