প্রতিদিনই আমরা কিছু না কিছু দূরে সরি
প্রতিদিনই আমাদের ভালবাসা কর্পূরের মত উড়ে যায়
কাছে যাওয়ারও থাকা চাই নির্দিষ্ট সীমা
নচেৎ অসময়ে আসে বিপুল ভাঁঙন।
কিছু সুন্দর দূরে থাকা ভাল
কাছে গেলে চাঁদও দেখাবে তার ধূসরতা
আকাশে উজ্জ্বল যে রঙধনু রঙ
দূরত্ব ঘুঁচালে তাও হবে ফ্যাকাশে মলিন।
প্রতিদিনই আমরা কিছু না কিছু অচেনা হই
প্রতিদিনই আমরা কিছু না কিছু হই স্বার্থপর
ছায়াপথ সরে যাচ্ছে ধীরে ধীরে দূরে
যে সূর্য আলোকিত করে পৃথিবীকে
একদিন সেই করবে ছাইভস্ম আমাদের।
সব প্রেমেই মিশে থাকে কিছু প্রতারণা
সব বিশ্বাসেই থাকে কিছু অবিশ্বাসের ঘুণ
ফুলের সাথে যেমন বাড়ে কাঁটা
ভালবাসার সাথে তেমনি অলক্ষ্যে বাড়ে ঘৃণাও।