যে ভালবাসেনা সে তুমি নও
যে ব্যথা দেয় সে অন্য কেউ
তুমি কেবল ভালবাসো
কেবল তুমি ভালবাসো
হয়তো তোমায় পাইনি আমি
ব্যথা যে দেয় পেয়েছি তাকেই।
তাইতো আমার অশ্রু চোখে
তুমি হলে হাসিই দিতে
এই তুমিতো নওতো তুমি
তোমার মত দেখতে হলেও
সেই তুমি যে লুকিয়ে বেড়াও
ছাঁয়ার শাড়ি মাদুল দুলে।
ফুলের মাঝে বিষও থাকে
তবুতো ফুল গন্ধ বিলোয়
পেলাম না হয় তিক্ত বিস্বাদ
মধু পিল অন্য কেহ।


এই আমিতো নইতো আমি
যে আমি ঘৃণা করে
তোমার জন্য সেই না আসল
ব্যথা পেয়েও যে ভালবাসে।


আসল নকল চিনে নিয়ে
আমরা ভাসি হৃদয় স্রোতে
বাইরে প্রকাশ যেমন তেমন
নিত্য প্রেম দু'জনাতে।