দীর্ঘশ্বাস গুলো প্রতিনিয়ত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে
অবহেলার সার পেয়ে বেদনার চারা গাছগুলো
শিকড় গেড়ে দিয়েছে হৃদয়ের প্রাচীরে
দিগভ্রান্ত পথিকের মত এখন আমার নিঃসঙ্গ পথচলা।
হাতের তালুতে ভয়াবহ দুটি মহাযুদ্ধের
ক্ষয়ক্ষতির মানচিত্র গেঁথে আছে
কেউ হিরোশিমা কিংবা নাগাসাকি দেখতে চাইলে
এখন নির্দ্বিধায় আমার এই বুক দেখিয়ে দেই
আমার চোখ দুটো আজ
পৃথিবীর শ্রেষ্ঠতম ঝর্ণা হয়ে গেছে
ভালবাসা এতটা অমানবিক হতে পারে জানা ছিলনা।


মাথার উপর দিয়ে এক ক্ষুধার্ত দাঁড়কাক উড়ে গেল
ওর তো দুঃখ আছে,আমার মত বেদনা কি সয়েছে কোন দিন!


(কাব্যগ্রন্থ: দুর্ভিক্ষের কাক)