আয় বৃষ্টির ঝিরি ঝিরি কণা
ছড়িয়ে দে প্রাণে প্রণোদনা
মুছিয়ে নে ক্লান্তির কুট রেশ
শোক তাপ ঝরে হোক অবশেষ
আয় চঞ্চল বাদলের মেয়ে
রবি ঠাকুরের বর্ষার গান গেয়ে
খোল রুদ্ধ ঘরের তালা
রাঙ বিরহীর পাঠশালা
তুই উড়ে উড়ে এসে পড়রে আমার ধূলায়
জাগুক বিশ্ব ভুবন বিপুল কূজন কোলায়।


10:52 am
28/5/14


(দীর্ঘদিন ধরে কবিতা লিখলেও ছড়া লেখা হয়নি আমার।কাল প্রথম ছড়া লিখেছিলাম।আজ আরেকটি লিখলাম।ছড়া লিখতে গিয়ে টের পাচ্ছি এখানে  দারুন আনন্দ আছে।শুভ কামনা সবার জন্য)