চাঁদরে তুই উঠতি যদি উনত্রিশ রোযা যেতে
শিশু কিশোর হইহুল্লুরে উঠত সবে মেতে
আজকে তুই না উঠলেও ঈদ যে কালই হবে
তাইতো তোর নেইরে বরণ মুখর কলরবে।
কি হত বলরে বল একদিন আগে এলে
সোনামণি রাত জেগেছে ব্যাকুল নয়ন মেলে
মায়েরা সব চাল কুঁটেছে
বাগানেতে ফুল ফুটেছে
তুই না এসে সব আয়োজন ব্যর্থ করে দিলি
আজ এসেছিস অভাগা তুই কালরে কোথায় ছিলি?
কাল যে ঈদ তোকে ছাড়াই মররে মাথা কুটে
অসময়ে এলে সবার এমনি করে অবহেলাই জুটে।


08:00pm
27/5/14


(আজ জীবনে প্রথম কোন ছড়া লিখলাম।কেমন হয়েছে আশা করি জানাবেন সবাই।)