বহুদিন পর আমি পথিক হলাম
ক্লান্ত শুষ্ক বিদগ্ধ পথে হেঁটে হেঁটে
আমার পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল
এতদিন আশ্রিত ছিলাম ঘাস ফড়িঙের ডেরায়।
এখন কিছুটা উদ্দাম নিয়ে ফিরে এসেছি
হে পথ তুমি কি আমায় মনে রেখেছিলে?
নাকি আমার পদছাপ শুকিয়ে গেছে তোমার বুকে।
হে শুভ্র মেঘ পরীরা,
এতকাল দেইনি তোমাদের চিঠির উত্তর
বস্তুত এতটাই অসহায় হয়ে পড়েছিলাম যে
লিখতে গেলেই একেকটি অক্ষর হয়ে উঠত রক্তের জমাট পর্বতশৃঙ্গ
তাই দীর্ঘদিন নিরুত্তর ছিলাম।


অজস্র ঢেউ বয়ে গেছে
তীর না খুঁজে ডুব দিয়ে ছিলাম কাদার ভেতর
সেখানে নোনা শালুক খেয়ে কেটেছে আমার দিনরাত্রি
সেই গাঙচিল যে উড়ে যেত রোজ
যদিও আজ সময় খেয়েছে তার কঙ্কাল
তবু তার ডানার ঝাপটা এক চিলতে বৃষ্টি আনে এখনও চোখে।
কিছুই ভুলিনি আমি
তোমাদের স্মৃতিগুলো জমে বরফ হয়ে ছিল হৃদয়ে
আজ উত্তাপে সেখানে নদী হয়ে গেছি।


হে পথ,তুমি আমায় স্বীকৃতি দিও আবার
হে মেঘ পরী,তুমি আমায় পত্র দিও আবার
হে গাঙচিল,তুমি আমায় অশ্রু দিও আবার।


আজ তোমাদের ক্ষমার ফুলে আমার হৃদয় পূর্ণ হোক।


02/06/11
(প্রায় ছয় মাস কোন কিছু না লেখার পর এই লেখাটি লিখি।বিরক্তি এসে গিয়েছিল তখন লেখালেখির প্রতি।মনে হত এত ভেবে কি হবে।শুধু কষ্ট পাওয়া।সবাইতো কত ভাল আছে।আমাকেই কেন এত উতলা হতে হবে। কিন্তু ছয় মাস পর আমার এই বিরতির অনুশোচনা নিয়েই লিখে ফেলি এই কবিতাটি।এর পর থেকে কম বেশি লিখে চলছি।)