আজ আজিমপুর মোড়ে আমাদের প্রথম দেখা হল
কত পাঁজি তুমি দেখো
আমাকে বললে লাল রঙের জামা পড়ে
হাতে শপিং ব্যাগ নিয়ে তুমি দাঁড়িয়ে আছো
বললে খুঁজে দেখেন পান কিনা
না,আমিতো তেমন কাউকে পেলাম না খুঁজে
খুঁজতে খঁজতে যখন তোমারই সামনে গিয়ে পৌঁছলাম
দেখি তুমি হাসছো মিট মিট করে
আর তোমার জামায় লাল রঙের নেই ছিটেফোটাও
হাতে আছে পার্স,ভালবেসে সব সময় তোমরা যাকে আগলে রাখো।
ও এই বুঝি তোমার সেই শপিং ব্যাগ!!!
আরও বললে
কি পেলেন না লাল জামার কাউকে খুঁজে?
কিছু বললাম না আমি
কি বলব বলো,
আমার চোখ তখন আটকে গেছে তোমার চোখে
আমি তখন দেখছি তোমার সুন্দর মুখ কেবল।
আর একটু ধমকের সুরেই জানতে চাইলে
এত মিনমিনিয়ে কথা বলি কেন আমি
কি করব বল
তোমাকে দেখে বিভোর আমি
তখনও যে স্থির ছিলাম,এইতো অনেক।
তুমি বলছিলে তোমার জীবনের কথা
হতাশা ও আশার কথা
আমি কেবল শুনছিলাম মুগ্ধ হয়ে
মনে হচ্ছিল তোমারই প্রতীক্ষায় এত কাল ছিল বুঝি আমার কান ও চোখ।
তুমি বললে তোমার ছোট বোন নিশার কথা
বিধাতা আমাকে ভাগ্যবান করে পাঠালে যে নিশ্চয় আমার শ্যালিকা হত,
তোমার ভিসার কথা
দোয়া চাইলে যেন সব ঠিক মত হয়
আবার বললে তার কথা
যাকে তুমি ভালবেসেছিলে,এখনও বাসো যাকে আমার চেয়ে বেশি।


বিশ্বাস করো আমার কিছুতেই ইচ্ছে হচ্ছিলনা ফিরে আসতে
মনে হচ্ছিলো এভাবে যুগের পর যুগ যদি দাঁড়িয়ে থাকতে পারতাম তোমার সাথে
মনে হচ্ছিল যদি পারতাম পাখি হয়ে দুজনে উড়ে যেতে
পৃথিবীর সব বাঁধা টপকে তোমাকে জড়াতে পারতাম আমার জীবনের সাথে।
আমাদের দেখা হল এ কি দু:সময়ে দেখো
যখন শুধু ভালবেসে যাওয়া ছাড়া আমাদের নেই আর কোন পথ
তবু জানিনা,যদি ব্যকুল হই ক্রমেই আরও
নিয়তির মুখে ছাই ছিটিয়ে
ভিন্ন পথেই বাড়াব এ পা
তোমার শরীর ও মনের স্পর্শে গড়ব আমাদের ভিন্ন ঈশ্বর।


09:45 pm
09/05/14