বার-বাংলোর মাটি এসে গেছে কুমোর পাড়ায়
শুরু হবে প্রতিমা নির্মাণ;
কাঠামোর গায়ে সোমত্ত নারী শরীর
এক অদ্ভূত দ্যোতনায় সেজে ওঠে মাতৃরূপিণী
শক্তিকামী পুরুষ তার পুজোয় মাতে
বছর বছর, আগমনীর সুরে...
যদিও ছিন্নবস্ত্রা পাগলিনী এক মা
মোহনকলোনির পথে পথে অন্য মহালয়া গায়
‘যা নারী সর্বকালেষু ভোগ্যারূপেণ সংস্থিতা...’


আজও, পিতৃপক্ষ অবসানে
দূর-দূর গৃহ থেকে ভেসে আসে
অমোঘ মন্ত্রোচ্চারণ –
“যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা...”
তবুও
বলিষ্ঠ পুরুষের কাছে পরাজিত মেয়ে
এলিয়ে পড়ে থাকে ত্যক্ত বিছানায়
দগদগে অপমান ক্ষতচিহ্নগুলি নিয়ে


অস্ফুটে ভেসে আসে স্তব এক অন্য মহালয়ার...



________________________
(এই কবিতাটি "আগমনী" পত্রিকায় প্রকাশিত)