মনে ভাবি, দাঁড়াইব এইবার ভোটে;
তবে কারো দলে নয়, নয় কারো জোটে।
নিজে দল গড়ে নেব, নেতা হবো নিজে;
ভোটে প্রচারের তরে সাথে নেব ডিজে।
পাজি, বদমাস যত – ডেকে নেব দলে;
জিততেই হবে ভোটে, ছলে আর বলে।
ভাষণে ভরিয়ে দেব প্রতিশ্রুতি,
বছরে সবাই পাবে ন’মাস ছুটি।
নেই কাজ, খৈ ভাজ্; ভাতা চাই? নে।
ঘরে বসে পেয়ে যাবে মাস-মাইনে।
পড়াশোনা থাকবে না, ইস্কুল বন্ধ;
ভোটে আমি জিতবই, নেই কোনো  ধন্দ।
                —০০০—