গ্রীষ্মের দুপুরে রোদ আজ বেশি;
কারো ঘরে পাখা ঘোরে, কারো ঘরে এসি।
কেউ বসে, কেউ শুয়ে, সুশীতল ঘরে;
আমি পথে ছাতা হাতে, গায়ে ঘাম ঝরে।
দূরে হাতছানি দেয় কোন বট ছায়া;
মনে হয় মরীচিকা, ভৌতিক মায়া।
বাতাসে ঘুর্ণি ওঠে পথের ধূলায়,
পাখিরা আরাম করে বৃক্ষ কুলায়।
কুকুর, বিড়াল, গরু – নেই কেউ পথে;
আমার নিজের ছায়া চলে মোর সাথে।
দূরের পুকুরে কাটে ছেলেরা সাঁতার,
দেখে হিংসায় বুক জ্বলিছে আমার।
বাড়িতে ঢুকিতে পথ এক ক্রোশ বাকি;
মনে সংশয়, পথ শেষ হবে না কি?
                —০০০—