৩৭
উৎসব-নগরী


দুর্গন্ধ আস্তাকুঁড়ে                    বসে আছি খাবার লোভে ;
ছেলে-মেয়ে, বুড়ো-বুড়ি            দেখলেই নাক সিঁটকোয় ।
                    কী বিচ্ছিরি ! কী বিচ্ছিরি !  
                    এরা আসে কোত্থেকে সব ?  


পেটে যে আগুন জ্বলে,             খেয়ে তো বাঁচতে হবে !
নগরে আজ কালীপুজো            দ্রুম-দ্রাম ফাটছে বাজি ;
                   প্যাঁ-পো প্যাঁ-পো বাজছে ভেপু ।
                   ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকি ।


দ্রাগা-দুম জগঝম্প                 আলো জ্বলে ঝিকির মিকির ;
আস্তাকুঁড় সাফসুতরো              ছড়ানো চুন ও ব্লিচিং …
                    ভেগেছে সোঁদা গন্ধ ।
                    মনে ভারি কষ্ট হল ।


কচি-কাঁচা ধিঙ্গি নাচে               নগর আজ ভোজন-সুখী ;
ফুর্তির রাত ফুরোবে               এঁটোপাতা আস্তাকুঁড়ে  …
                      পড়ছে দেদার খাবার ।
                     খালি পেটেও ফুর্তি প্রচুর ।


পেটে আমার নাচছে খিদে          সেটাও তো নৃত্য-কলা !
খাওয়াটা জমবে জবর              উৎসবে  ফুর্তি প্রচুর …
                     এঁটোপাতা আস্তাকুঁড়ে ।
                     আমারও আজ দিল-খুশ ।


খাবারেরও ভাগ্য থাকে              কেউ ঢোকে বাবুর পেটে,
কেউ পড়ে আস্তাকুঁড়ে                ঢোকে আমার পেট-বাড়িতে  ।                  
                    খাবারের  লজ্জা হল !
                    খাবারের লজ্জা থাকে ?


৩৮
দুর্যোধনের আসল পরিচয়


দুর্যোধন ছিল  
       খাঁটি ইংরেজ ;
আদি নাম ডিওন জর্ডন ।
না হলে কী হত
       এমন তেজ ?
বলেছেন জন রডন  ।