বহুদিন বাদে
নিশিথ রাত্রি জাগলাম
একাকী অন্ধকারের সাথে।
লোডশিডিং এর প্রকোপ
দিন কয়েক হল খুব বেড়েছে;
যদিও আধুনিক আলো প্রদায়ী
মেশিন বাড়িতে আছে তাতেও
কাল  বিভ্রাট হয়েছিল রাতে।
হয়তো প্রকৃতির এমনটাই
ইচ্ছা ছিল মনে মনে;
তাই তো কাল সারারাতের
নানা প্রহরের দর্শক হতে পারলাম আমি।
তার জন্য ধন্যবাদ ভগবান।
ঘুম তো সারাবছর আসে চোঁখের পাতায়
আধুনিক সব কৃত্রিম বিলাস বহুল দ্রব্যসামগ্রীর দরুন।
তবে প্রকৃতির এই রাতের মোহোময়
রূপ দেখার ভাগ্য খুবই সাথে থাকা দরকার,
রাতের স্নিগ্ধ শান্ত আকাশ
সারা রাত আমার দুচোঁখ জুড়ে ছিল।
মেঘগুলো সব পালা করে ঘুরে বেড়াচ্ছিল
একা একা চাঁদের বাড়িকে ঘিরে,
শেষ রাতের আর ঊষাকালের সেই
দুর্লভ সন্ধিক্ষন মূহুর্ত আমার দুচোঁখ
দর্শন করে আজ ধন্য।।