"একটা অটোগ্রাফ দেবেন প্লিস"-
নিজের বিপরীতে থাকা
সেই নির্দিষ্ট ব্যক্তির
উদ্দেশ্যে এই কথাটা বলা ;
এই সমাজটাতে কিছু মানুষ
নিজেদের জনপ্রিয়তা পেতে
নিজেদের গুন থাকা সত্বেও
নিজেদের স্বাক্ষর কে সাক্ষী
করে তাকে "অটোগ্রাফ"-এর
সম্মানে বসিয়ে নিজেকে অপরের
চেয়ে একটু বেশি বর্ধিত করেছে অনায়াসে;
সমাজের অভীনেতা-অভীনেত্রী-খেলোয়াড়
থেকে শুরু করে অতিব জনপ্রিয় মানুষের
অটোগ্রাফ পেতে মানুষ ভীড় করে তাদের চারপাশে।
আমার এই কথাটা ভাবতেই অবাক লাগে ;
যে আমারা এই পৃথীবির সবাই একই
রক্ত-মাংসে গড়া মানুষ;
তবুও তাহলে কেন আমরা আমাদের
মতোই মানুষের কাছে সাদা খাতাটা
আগিয়ে দিই তার মুল্যবান অটোগ্রাফ
নেব বলে তার কাছে ভিক্ষুকের মতো চেয়ে থাকি।
আমারা এটা তো জানি যে এই বিরাট পৃথিবীতে
কোটি-কোটি মানুষ রয়েছে আর প্রত্যেকের নিজের
নিজের পরিচয়ের জন্য নির্দিষ্ট নাম রয়েছে;
সেই নামই একটা মানুষের থেকে অন্য
মানুষকে আলাদা করে রাখে সবসময়।
তাই আমাদের সবারই নিজস্ব স্বাক্ষর রয়েছে;
আর আমাদের প্রতিটি মানুষেরই নিজস্ব
"অটোগ্রাফ" এর মুল্য আছে।
★আনিমা চক্রবর্তী ★
আমি আমার সব সহকবিদের অনুরোধ
করছি আপনাদের আমার এই কবিতা পড়ে
ভালো লাগলে নিজেদের মুল্যবান স্বাক্ষর দিয়ে যাবেন।।