তুমি যদি প্রেম দাও, আমি দেব ফুল
খোঁপায় পাঁপড়ি গুঁজে,বেঁধে নেবে চুল।


ফুলের সুবাসে রাত
হলে একাকার
লজ্জায় ফিরে যাবে
রাতের আঁধার।
তখনো কি পরবেনাগো প্রেম মনিহার।


ঘরময় শোন যদি
মৃদু পায়চারী
নির্ঘাত বুঝে নিও
স্পর্শ আমারই।
জোনাকীরা রাত জেগে,খেয়ে যাবে দোল।


বদনাম হবে ভেবে
মনে এলে ডর
চোখের ভাষাতে তার
দিও উত্তর।
দু'হাত বাড়িয়ে দিতে, করিবোনা ভুল।


তুমি যদি প্রেম দাও, আমি দেব ফুল
খোঁপায় পাঁপড়ি গুঁজে,বেঁধে নেবে চুল।