তোমার মতোন কার এমন আর
রূপের লহরি  
আমার সিলেট প্রাণের সিলেট
রহমতের নগরি।


সুরমা গাঙে নাও ভাসাইয়া
মাঝি যখন গায়
কাজল বরণ কইতর তখন
উড়ে নীলিমায়।
ঝলক দেখে প্রাণজুড়ে যায়
রূপে আ-মরি !


যেথায় ঘুমায় শাহ জালাল
৩৬০ আউলিয়া
নিমাই চাঁদ সন্ন্যাসী হইলা
শ্রীহট্ট ছাড়িয়া।
পাহাড় টিলার বুকে ধরে
খনিজের আকরি।


হাছন রাজা শিতালং শাহ
রাধারমন সাঁই
করিম শাহের বাউলা গানের
নাই তুলনা নাই।
কত  ফকির সাধক হইলা
এই মাটি আঁকড়ি।
আমার সিলেট প্রাণের সিলেট
রহমতের নগরি।