চলনা আজি যাই হারিয়ে
তেপান্তরের মাঠ পেরিয়ে
দূর্বা ফুলে পা জড়িয়ে
যেথায় শ্যামল গাঁ।


ঝিঁঝিঁ ডাকা শব্দ শোনে
চাঁদের সাথে স্বপ্ন বুনে
নীলাকাশের তারা গুণে
ঘুম পালিয়ে যা।


ফর্সা আকাশ দুষ্টু মেয়ে
সূয্যি মামার চুমু খেয়ে
দীঘীর জলে মুখ ধুইতে
ফেলে দু’খান পা।


বিলের মাঝে পদ্ম ফোটে
পাখ-পাখালি পড়ে লুটে
শাপলা শালুক তুলতে ডুবে
মন করে খাঁ খাঁ।