যেদিন তোমার ঘুম হতোনা
এপাশ-ওপাশ করতে
নিকষ কালো আঁধার মাঝে
জড়ায় কাকে ধরতে?


এখন কি আর হয়না এমন
চাইছি খানিক বুঝতে
রাত কি পোহায় এক ঘুমেতে
নাকি কাটাও খুঁজতে।


পাইনা খুঁজে কাউকে এখন
কাঁচ জানালা ঠেলতে
পূর্ণিমা রাত জোসনা নিয়ে
তারার সাথে খেলতে।


রাত আসে আজ চুপিচুপি
সুখ ভুলেছে হাসতে
চোখগুলো তাই ইচ্ছে করে
নোনা জলে ভাসতে।