আমি বৃষ্টির কাছে ঋণী
প্রেমের কাছে ঋণী
আমি তোমার কাছে ঋণী। বৃষ্টি দিয়েছিল জল
প্রেম দিয়েছে জল এবং
তুমিও দিয়েছো জল।
এক সাগর জল নিয়ে এখন আমার দৈনন্দিন কাটে
ডুব সাঁতারে, জলের ভেতরে লুকোচুরিতে
আজকাল শুধু তীরভাঙার শব্দ_ঝপাৎ ঝপাৎ।


লোকালয় অন্বেষণে ইচ্ছেরা লাশ হয় সুতিকাগারে
পিঁপড়ের নবান্ন স্বপ্নের ডানায়
মেজবানী আয়োজন শেষে সীলগালা পড়ে গর্তমুখে
লোকচক্ষুর অন্তরালে জল খুঁজে পাই
আর পাই সমুদ্রের স্বাদ।


মিঠে পানির বাষ্পায়িত রূপ, চোখে দেখা যায়না
প্রকৃতির সহজাত কারসাজি। কিন্তু পড়ে থাকে
লবনাক্ততা আর তেঁতো স্বাদ অবিরাম
প্রতীক্ষার প্রহর ঠেঁকে-অমৃত মৃত্যুসম দারোয়ান।