রোজার মাসে হিসাব নাই
যা মনে চায় তা-ই খাই।
খেয়ে খেয়ে বানাই ঢোল
কিবা নামাজ কিবা টোল।
রোজার মর্ম সংযমে
কে বুঝে তা মরমে।
ভেজাল দিতে পিছপা নই
নীতি কথায় ফোটাই খই।
ঈদে অনেক খরচ তাই
বাড়তি নিতে লজ্জা নাই।
সবকিছুতে আগের হাল
রমজানেতে উড়াও পাল।
হিসাব হবে রোজ হাশর
ঘুষ ভেজালে চাই আসর।