প্রাণ নিতে চাই কয়টা গুলি
কয় চাপাতির কোপ
খুন-খারাপির বিস্তৃতিতে
কেমনে থাকি চুপ।


কারণ ছাড়া নেয় কেড়ে প্রাণ
রক্ত চুষার দল
আর কত প্রাণ গেলে বিবেক
জাগবে ওরে বল?


হাত ধরে হাত ঐক্য ছাড়া
নাইরে পরিত্রাণ
তলানীতে দেখ খুঁজে তোর
একটুখানি মান।


করবি কি আজ দেখনা ভেবে
দে ছুঁড়ে দে ঘুম
নীরোর বাঁশির সুর শুনে তুই
পুড়াসনেরে রোম।