প্রথম চুম্বনে ঠোঁটের ক’ইঞ্চি স্ফীত হয় মেপে দেখিনি
লালা মেপে দেখেছি-সাত ঘন মিটার।
পাঁজরের হাঁড় ঠেলে ধরেছিল, টিলাময় বুক পর্বত
মালভূমিতে  একাকী
সঙ্গী রজনী আঁধার, বিনিদ্র পাহারায়।


শৈবালধামে তুমি প্রার্থনায় রত দেবীর অনুকম্পার আশায়
দুধসাদা মেঘ ভেবে আমি ঠাঁয় দাঁড়িয়ে
ঠাণ্ডায় জমে গেলে দুই জোড়া পা
অনুভবে বুঝে নিই কে যেন জড়িয়ে রেখেছে আমার গা।
আলিঙ্গন উষ্ণতায় ফুরফুরে মেজাজে
চাঙা হইলে মন
ঘামে ভেজা শরীর খুঁজিয়া দেখি, আর কেউ নয়-
সে যে মোর আরাধ্যজন।


নখের ডগায় চিমটি কেটে  
হৃদস্পন্দন তাপমাত্রা বুঝে
তৃপ্তির ঢেঁকুর তুলি অর্ঘে সাজাই বেদী-একান্ত নিরালায়।
যায় যাক চলে হাজার বছর
কাটুক প্রতীক্ষার প্রহর।টিকে থাক-চুম্বনের স্বাদ।