পূর্ণিমায় দাসখত দিয়ে
হাত ধরেছিলে এক পড়ন্ত বেলায়
আঁধার বিজ্ঞপ্তি পড়িনি সেদিন
তাচ্ছিল্য অবহেলায়।


নির্ঘুম কাননে বাড়ে ব্যস্ততা কোলাহল
পল্লব বসন্ত ছোঁয়ায়
ফিস ফিস করিলে সমীরণ
যৌবন উন্মানদায় স্বপ্নবিভোরে
হা-পিত্তেশ আলিঙ্গন।


এ বেলায় নয়,
ও বেলায় ছোঁয়াছোঁয়ি হবে
পড়িলে গভীর রাত
মরুর প্রান্তরে জন্মবিলাসে
ভরিয়া উঠিবে অপূষ্প চারিহাত।


নামিলে বৃষ্টি, জাগিবে সৃষ্টি
ভবিবে ফসলের মাঠ
নবান্নের উৎসবে মাতিবো দু’জন
পিছে ফেলে পশ্চাৎ।