ঝড় উঠেছে বান ডেকেছে
ভাঙছে নদীর কূল
ঐ দেখা যায় গর্ভে নদীর
বাঁশের ঝাড়ের চুল।


প্লাবন তোড়ে ধৈর্য হারায়
বন্যা রক্ষা বাঁধ
বসত বাড়ি ক্ষেতের ফসল
শোনায় আর্তনাদ।


সাত পুরুষের জনম ভিটায়
ভরছে নদীর বুক
ফলের বাগান হালের বলদ
হৃদয়ভাঙা শোক।


জলচ্ছ্বাস আর ধ্বংসলীলায়
নিঃস্ব উপকূল
হে বিধাতা দাওনা বিধান
ওদের অনুকূল।