অচেনা লাগে-তোমাকে প্রিয়
পরিচিত পৌরসভার গণ্ডী পেরিয়ে এখন তুমি মহানগরী
কত শান-শওকত-জৌলুশ তোমার
তুমি ছাড়া আর কে ভাল জানে-তোমার জন্মকথা
সে কি গৌড়ের শাসক
নাকি হযরত শাহজালাল(রঃ)
নাকি সুবে বাংলার কোন সুবেদারের হাত ধরে ?


ইংরেজ শাসনামলে তুমি যৌবন পেলে
গায়ে-গতরে রঙ মেখে আকৃষ্ট করলে ভীনদেশি বনিক
ভাষা-সংস্কৃতির বৈচিত্র এঁকে
নিয়ে এলে দাক্ষিণাত্য থেকে চা-শ্রমিক
ইংল্যান্ড থেকে পাড়ি জমালো কত চা-কর
অদ্ভুত তুমি সিলেট শহর।


কখনো তুমি শ্রীনিকেতন-শ্রীচৈতন্যের জন্মস্থান
কখনো-জলাশয়-হাওর-টিলার ঐক্যতান
কৃষ্টি-সংস্কৃতি লালনে কম নও তুমি
কত বাউল, কবি, সাধক
হাছন রাধারমন সুমহান।
রেমিটেন্সের জোরে
গড়ে তুলেছো সুউচ্চ অট্টালিকা বড় বড় দালান।


তবু পাইনা স্বস্তি, ঘোচেনা ক্লান্তি
যেদিকে তাকাই-দেখি শুধু ভুল শত ভ্রান্তি
তাই ভাবি-
তুমি কি আমার সেই_চেনা সিলেট শহর?