তুমি_না দেখিলে পরের ভালো
না বুঝিলে নিজের সুখ
আমায়_হে বিধাতা বধির কর
সইতে নারি এমন শোক।


তুমি_বিধির হাতে দাওনা ছেড়ে
পড়ছে যত মনের দুখ
আমি_চাইনা কাটাও দিন-রজনী
বইয়ে জলে কাজল চোখ।


তুমি_আপন ভেবে আপন ভুলো
শক্তে ধরে দু’খান হাত
আমি_কিসের ঘোরে সময় পোহাই
কিসে কাটে আঁধার রাত।


তুমি_ আকাশ মাঝে সূর্য যেন
ভাবলিনা যে উঠবে চাঁদ
আমি_জোসনা থেকে স্নিগ্ধতা পাই
সাজাও যত কঠিন ফাঁদ।