কানটা সেদিন ধরেছিল
একা শ্যামল ভক্ত
সেলিম ওসমান ভাবেতো কি তা
হবে এমন শক্ত।


জানতো যদি সেলিম ওসমান
শ্যামল হবে হিরো
করতো কি আর এমন কর্ম
বনতো কি সে জিরো।


যার প্রতাপে গুমগঞ্জতে
চলতো বাতাস ধীরে
দেশ জাতি আজ চাচ্ছে খেতে
কলজেটা তার ছিঁড়ে।


নদী বহে স্রোতের টানে
স্রোত ছাড়া নেই রক্ষা
আর কত তুই মাল্য দিবি
পাষাণ শীতলক্ষা।