কথা ছিল-
ভালবাসার বীজ বুনবো তোমার উর্বশী শরীরে
প্রেমের আগুনে
ঠোটের ফাঁকে চুম্বনের সলতে জ্বেলে।
উৎকর্ষ করবো আদর ফণায়
হবে ফুলের সমারোহ
উড়ে আসবে রঙিন প্রজাপতি।

কথা ছিল-
তোমায় নিয়ে দেশান্তরী হবো, ছুটবো-
জন্মান্তরের ত্রিসীমানায়
চাঁদের দেশে, অরণ্যে, এভারেস্ট চুড়ায়।
ছুটির দরখাস্ত দেবে আকাশের তারা
জোসনা পড়বে লজ্জায়।

কথা রাখোনি-
তাই বীজ বুনা হয়নি
আদর ফণা আজ নিভুনিভু চুম্বন অনর্থক শ্রমে ক্লান্ত
অপ্রত্যাশিত জয়ে প্রজ্জ্বলিত চাঁদ
তারার টিপ্পনীতে
সমুদ্র হিন্দোলিত হলো জোসনায়।

কিছুই হলোনা-
শুধু দিক হারালো পথিক।পথভ্রষ্ট হলো কিছু নাবিক
আর সমুদ্রের ঋতুস্রাবে
ঢেউয়ের আছড়ে দোলতে দোলতে
প্রতিশ্রুত ভালবাসা তুমি__খাদের কিনারায়।