যখন কেউ আসেনি, তুমি এসেছিলে
অন্তরীক্ষে লেগেছিল সমুদ্রের ঢেউ
কে কোথায় বসেছিল,বুঝতে পারিনি__সেদিন
শুধু দেখতে পেরেছিলাম__সময়ের প্রজ্ঞাপন।

“আমাকে নষ্ট করোনা,সাহায্য করো-রঙিন করো পৃথিবী”
দেমাকি বৈভবে আচ্ছন্ন চোখে
ঠাঁহর হয়নি তখন
তবুও কাটলো, মাস-বছর-সিকি জীবন।

এখন কানে বাজে সময়ের আর্তনাদ
অস্থির হাতে তুলে নিই বাঁশি
শুনি করুণ সুর-
শুনি পাতার ধ্বনি।ব্যাকগ্রাউন্ডে
কোকিলের কান্না “মোর যত্ত দুখ”।

যখন কেউ আসেনি, তুমি এসেছিলে
অন্তরীক্ষে স্পন্দন আর লেগেছিল সমুদ্রের ঢেউ…………