শহরে ল্যাম্পপোস্টগুলোর
প্রাতরাশে নিবুনিবু ক্লান্তিময়তার ছাপ দেখে
ভাবি-
কী ধকলই না গিয়েছে রাতভর বাসরশয্যায়।
অধিকন্তু-অযাচিত বৃষ্টি আর
বাতাসের প্রেমহীন পরকীয়ায়।

একাকীত্বে মনমরা রাতের তারা
একান্নবর্তীতা উপভোগে চাঁদের ঝলমলে হাসিতে
আকাশের রূপবদলের পালায়
অপসৃয়মাণ আঁধারের স্বামীত্বে আঢ়ষ্ট
বৃক্ষের ছায়া।

প্রত্যুষে ঘুমন্ত পক্ষীকূলের আনন্দ উল্লাসে
নতুন হিসেব-নিকেশ
আলোর কার্নিশে টিকে থাকার লড়াই
ভাঙাঘুমের আড়ষ্টতায়
কৃত্রিম রসের সন্ধানে পৃথিবীর সীমানায়।

তবুও বৃষ্টি আসুক
ঝড় বয়ে যাক হৃদয়ের চতুষ্কোনে
তবু ক্ষত-বিক্ষত করুক--স্পর্শের আঘাত।  
তবু কতইনা মধুর-
আলিঙ্গনের পাঁপড়িতে প্রজাপতির রঙিন ডানা
ঘুমপাড়ানির গান।