ফেসবুককে শিক্ষা শেষে
ধরছে এবার ইমো
ভাইবারে আর হয়ার্টসাপে
করছে ঝিমো ঝিমো।

সন্ত্রাসী আর জঙ্গীবাদে
ডাকবে এবার বাপ
নিয়ম নীতির বেড়াজালে
কেউ পাবেনা মাফ।

কেমন আছি কেমন থাকি
বলি কেমন করে
কাকে বুঝাই কেমন করে
কলম ভাঙে ডরে।