নিঝুম রাতে দখিণ হাওয়ায় মন হয়রে উদাস
বন্ধুরে তোর নেইকি মনে আসছে শ্রাবণ মাস।

ঘড়ির কাঁটা উজান ছুটে
রাত বারোটার পর
বিনিদ্র দুই চোখে ভাসে
মুখখানি যে তোর।
মনের ঘরে আসন পেতে ঘুমায় দীর্ঘশ্বাস
বন্ধুরে তোর নেইকি মনে আসছে শ্রাবণ মাস।

বৃষ্টি ফোটার শব্দে ঢুকে
মনের ঘরে চোর
এপাশ-ওপাশ বিছানাতে
কখন আসে ভোর।
চোখ মেলে যাই দেখে বন্ধু রোদেলা আকাশ
বন্ধুরে তোর নেইকি মনে আসছে শ্রাবণ মাস।

ভাদ্রে দেখি ছুটেরে পানি
খুঁজিতে নাগর
তুই ছাড়া মোর দু’চোখে বয়
অশ্রুতে সাগর।
কোথায় পাবো তোর ঠিকানা পরিচয় নিবাস
বন্ধুরে তোর নেইকি মনে আসছে শ্রাবণ মাস।