আল-কোরানে খোদার বাণী
গর্ভ নিরাপদ
সেথায় চালায় বুলেট গুলি
সন্ত্রাসী শ্বাপদ।

কে দেবে এর জবাব বলো
কেনো এমন হয়
জনম পাওয়ার আগে কেনো
হতে হবে লয়।

নিরাপত্তাহীনতায় আজ
ভাসছে দেখি দেশ
বুক টানে যায় বলে তবু
চলছি আমরা বেশ।

নিশ্চিদ্র এই নিরাপত্তায়
বুলেট লাগায় যে
কে দেবে তার শাস্তি বলো
আছে এমন কে?